মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীতে ‘গণপ্রতিরোধ যাত্রা’ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
ফরহাদ মজহার বলেন, মাজারে হামলা ফৌজদারি অপরাধ। ইসলামে ফতোয়া দেয়া জায়েজ আছে, মতপ্রকাশ করার অধিকার আছে, কিন্তু মাজার ভাঙার অধিকার কারও নেই। এটা বাংলাদেশের ইসলাম। এটা ইরানের ইসলাম নয়, এটা তার্কিক ইসলাম নয়।
এই প্রাবন্ধিক বলেন, অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করাই তাদের উদ্দেশ। শেখ হাসিনার পতনের পর থেকেই এই হামলা শুরু হয়।
তিনি বলেন,
এই সরকারের নানা সীমাবদ্ধতা থাকলেও স্বৈরাচারের বিপক্ষে ও এই সরকারের সমর্থনে আছি। সামনে আরও বড় লড়াই আসছে। সেখানে আমাদের লড়তে হবে।
‘সেকুলাররাও মাজার সম্পর্কে নানা নেতিবাচক কথা বলেছিলেন। তারা ইসলামকে নিয়ে বিভ্রান্তিকর কথা ছড়িয়েছেন। তথাকথিত সেকুলারের নামে যারা ধর্মের বিরুদ্ধে কথা বলেন তাদেরকে থামতে হবে’, যোগ করেন ফরহাদ মজহার।