বরিশালে সড়ক অবরোধ করে কফিন নিয়ে বিক্ষোভ

বরিশালে সড়ক অবরোধ করে কফিন নিয়ে বিক্ষোভ
প্রকাশিত

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা পরিবর্তন ও স্বাস্থ্যখাত সংস্কারের তিন দফা দাবিতে বরিশালে সড়ক অবরোধ করে কফিন নিয়ে বিক্ষোভ করেছে বরিশালের ছাত্র-জনতা।

শনিবার (২ আগস্ট) বেলা ১২টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বরিশালের সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

গত কয়েকদিন ধরে বরিশাল বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা পরিবর্তন ও স্বাস্থ্যখাত সংস্কারের দাবি জানিয়ে আসছেন তারা।

‎বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বরিশাল ‎শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালগুলোর অবকাঠামোগত উন্নয়ন, পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহসহ সর্ব সাধারণের জন্য সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।

‎স্বাস্থ্য মন্ত্রণালয়সহ দেশের সকল হাসপাতালগুলোতে দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করতে হবে। দ্রুত সময়ের মধ্যে এই দাবি বাস্তবায়ন না হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

পরে তারা কফিন নিয়ে সদর রোডে মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com