মিরপুর প্রতিরোধ দিবস ও জুলাই শহীদদের স্মরণে সমাবেশ ৪ আগস্ট

বিচার, সংস্কার ও নির্বাচন একসাথে চলতে হবে”—ডাকে সমবেত হচ্ছে গণসংহতি আন্দোলন
মিরপুর প্রতিরোধ দিবস ও জুলাই শহীদদের স্মরণে সমাবেশ ৪ আগস্ট
প্রকাশিত

আগামীকাল ৪ আগস্ট ২০২৫, সোমবার বিকাল ৬টায় মিরপুর-১০ আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজের পাশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিরপুর প্রতিরোধ দিবস ও জুলাই শহীদদের স্মরণে’ বিশেষ সমাবেশ। গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল স্লোগান— “বিচার, সংস্কার ও নির্বাচন একসাথে চলতে হবে”

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। বিশেষ অতিথি হিসেবে থাকছেন নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার, মনির উদ্দীন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভুইয়া ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মনিরুল হুদা বাবন।

সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মাহবুব রতন। সমাবেশে অংশ নেবেন শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা ও অভ্যুত্থানে সম্পৃক্ত নানা শ্রেণি-পেশার মানুষ।

গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে সংবাদকর্মীদের উপস্থিত থেকে সমাবেশ কাভার করার আহ্বান জানানো হয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com