গোপালগঞ্জ দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

গোপালগঞ্জ দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
প্রকাশিত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাছের ঘের কাঁটাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৬ মে) সকালে উপজেলার বর্ষাপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বর্ষাপাড়া গ্রামে ইউপি সদস্য ইব্রাহিম ফকির সঙ্গে মোকসেদ ফকিরের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার ইব্রাহিম ফকিরের লোকজন একটি জমিতে ঘের কাঁটতে গেলে মোকসেদ ফকিরের লোকজন বাঁধা দেয়। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে সংঘর্ষে কেউ গুরুতর আহত হয়নি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com