শ্রীপুরে ১০ দফা দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

শ্রীপুরে ১০ দফা দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
প্রকাশিত

গাজীপুরের শ্রীপুরে এগ্রিমেন্ট (চুক্তি) বকেয়ার দাবিসহ ১০ দফা দাবিতে আরএকে সিরামিক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এতে মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আটকা পড়েছে বিভিন্ন অফিসগামী যাত্রীরা। এসময় শ্রমিকদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে।

রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ৬টা থেকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকার অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে কারখানার কয়েক শতাধিক শ্রমিক।

কারখানা শ্রমিক মনির হোসেন বলেন, ‘দীর্ঘ সাতমাসের এগ্রিমেন্ট চুক্তি বেতন-ভাতা বকেয়া পড়েছে। কারখানা কর্তৃপক্ষ আজ নয় কাল এমন করে আমাদের ঘুরাচ্ছেন। আমাদের তো সংসার আছে। ছেলে-মেয়েদের স্কুলের বেতন পরিশোধ করতে হয়। কারখানা কর্তৃপক্ষ কেন আমাদের ন্যায্য দাবি পরিশোধ করছে না। নিদিষ্ট যে বেতন তা দিয়ে আমাদের সংসার চলে না। বাধ্য হয়ে কারখানার শ্রমিকরা রাস্তায় এসেছি। দাবি আদায় করে ফিরবো।’

একই কারখানার শ্রমিক রুহুল আমিন বলেন, ‘আমাদের ১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়বো না। জানুয়ারি মাস থেকে জুলাই মাস পর্যন্ত বেতনের সঙ্গে এগ্রিমেন্টের ৭ মাসের এড়িয়া বিল আগস্ট মাসের ১ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সঠিক পদে সঠিক কর্মচারী নিয়োগ দিতে হবে। যোগ্য পদে অযোগ্য লোক থাকলে অতিদ্রুত অপসারণ করতে হবে। এরকম গুরুত্বপূর্ণ মোট ১০ দাবি নিয়ে আমরা আন্দোলন করছি। এগুলো আমাদের শ্রমিকদের অধিকার।’

আরকেএক সিরামিক কারখানার মানবসম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘১০ দফা দাবিগুলোর বিষয়ে কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে। শ্রমিকরা আমাদের কথা না শুনে রাস্তা অবরোধ করছে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে থানা পুলিশ, শিল্প পুলিশের বহু সংখ্যক সদস্য শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ছুঁড়ে। এসময় তাদের সরাতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।’

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com