
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একই এলাকায় দুই গ্রুপের অনুষ্ঠানকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সুন্দরগঞ্জ পৌরসভা ও আশপাশের এলাকায় এ ১৪৪ ধারা বলবৎ থাকবে।
জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির সাবেক সুন্দরগঞ্জ উপজেলা সভাপতি মাজাহারুল ইসলাম ও অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জিন্না এবং অপর গ্রুপের বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ ও সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিকের নেতৃত্বে আজ দিনভর সুন্দরগঞ্জ পৌর এলাকায় বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।
এরই পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাজ কুমার বিশ্বাস ২ সেপ্টেম্বর রাতে পৌর এলাকায় ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেন। বুধবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই ১৪৪ ধারা বলবৎ থাকবে।
এ সময় সব ধরনের আগ্নেয়াস্ত্র পরিবহন, প্রদর্শন, একসঙ্গে ৫ জনের অধিক ব্যক্তির চলাফেরা করতে জনসাধারণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এ দিকে পৌর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ও জনগণের জানমালের নিরাপত্তায় উপজেলার গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে বসানো হয়েছে অতিরিক্ত পুলিশি নিরাপত্তা ব্যবস্থা। পৌর এলাকায় টহল দিচ্ছেন সেনাবাহিনী ও পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যরা।
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও সংঘাত এড়াতে পৌর এলাকা ও এর আশপাশের এলাকা সমূহে সভা সমাবেশ নিষিদ্ধসহ ১৪৪ ধারা জারি করা হয়েছে।