থার্টি ফার্স্ট নাইট নিয়ে সিএমপির ৬ নির্দেশনা

থার্টি ফার্স্ট নাইট নিয়ে সিএমপির ৬ নির্দেশনা
প্রকাশিত

থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগরীতে শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত এবং স্বাভাবিক জনজীবন বজায় রাখতে ছয়টি নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সোমবার রাতে সিএমপি কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে—

১. যথাযথ অনুমতি ছাড়া কোনো রাস্তা, খোলা জায়গা বা বাসা-বাড়ির ছাদে গান-বাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি কিংবা কোনো ধরনের শোভাযাত্রা ও সমাবেশ করা যাবে না।

২. উৎসবের নামে কোনো ধরনের আতশবাজি ফোটানো, পটকা ফাটানো কিংবা ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

৩. ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর সকল বার ও মদের দোকান বন্ধ থাকবে।

৪. ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা মহানগরীর আবাসিক হোটেল, রেস্তোরাঁ, জনসমাবেশ ও উৎসবস্থলে লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্রসহ তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি ও যে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য বহন করা যাবে না।

৫. নিরাপত্তার স্বার্থে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত পতেঙ্গা এবং পারকি সমুদ্র সৈকতে অবস্থান করা যাবে না।

৬. বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরবাইক চালানো, উচ্চ শব্দে হর্ন বাজানো এবং মদ্যপ অবস্থায় চলাফেরা করা যাবে না। এছাড়া ইভটিজিং বা নারীদের হয়রানি রোধে পুলিশ কঠোর অবস্থানে থাকবে।

সিএমপি জানায়, উৎসবের নামে জনজীবনে বিঘ্ন সৃষ্টি করলে বা এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com