কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ জলদস্যু আটক

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ জলদস্যু আটক
প্রকাশিত

খুলনার দাকোপ উপজেলার শিবসা নদীর আড়ভাওয়ানী খালে অভিযান চালিয়ে মো. সোহেল হোসেন মিঠু (৩৭) নামে সুন্দরবনের করিম-শরীফ বাহিনীর এক জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড।

সোমবার (২৩ জুন) ভোর ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড বেইস মোংলার একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক সোহেল খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা। তিনি ডাকাত করিম-শরীফ বাহিনীর একজন সহযোগী। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একনলা বন্দুক ও গুলি।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, আটক সোহেল হোসেন মিঠু দীর্ঘদিন ধরে করিম-শরীফ বাহিনীর হয়ে ডাকাতি কার্যক্রমে জড়িত এবং ওই বাহিনীকে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য রসদ সরবরাহ করতেন।

তিনি আরও জানান, বাংলাদেশ কোস্টগার্ড নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে সুন্দরবনকে জলদস্যু ও ডাকাতমুক্ত রাখার জন্য কাজ করে যাচ্ছে। এর ফলে উপকূলীয় অঞ্চলের জেলে ও মাছ শিকারিরা এখন আরও নিরাপদভাবে জীবিকা নির্বাহ করতে পারছেন।

কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com