ট্রাফিক আইন অমান্য করায় ঢাকায় এক দিনে ৪৭ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে ১ হাজার ১৩১টি মামলা দেওয়া হয়েছে।
সোমবার ডিএমপির ট্রাফিক বিভাগের নিয়মিত অভিযানে এসব মামলা ও জরিমানা করা হয় বলে জানান উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, মামলা ও জরিমানার পাশাপাশি অভিযানকালে ২২৩টি গাড়ি ডাম্পিং ও ৬৮টি গাড়ি রেকার করা হয়েছে।
মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/১৫অক্টোবর/এলএম/এজে)