নারায়ণগঞ্জে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাসের ভ্রাম্যমাণ আদালত।

প্রকাশিত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চতুর্থবারের মতো অভিযান চালিয়ে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাসের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১ অক্টোবর) উপজেলার দুপ্তারা ইউনিয়নে ওই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

জানা যায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানার নেতৃত্বে দুপুর থেকে বিকেল পর্যন্ত বাজবী ও তিনগাঁও এলাকার পাঁচটি স্পটে এই অভিযান পরিচালনা করে তিতাসের ভ্রাম্যমাণ আদালত।


এ সময় চার কিলোমিটার বিস্তৃত দুই গ্রামের ৮০০ বাড়ির দেড় হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, একইসঙ্গে জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ পাইপ ও রাইজার।

তিতাসের সোনারগাঁ জোনের ব্যবস্থাপক প্রকৌশলী আনোয়ারুল আজিম সময় সংবাদকে বলেন, ‘অবৈধ সংযোগের নেপথ্যে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরা ও দালাল চক্র জড়িত থাকায় আমরা দফায় দফায় অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলেও তা বন্ধ করা যাচ্ছে না। এই অবৈধ সংযোগগুলো ইতিপূর্বে গত কয়েক বছরে আরও তিনবার বিচ্ছিন্ন করা হলেও পুনরায় স্থাপন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি জানতে পেরে আবারও আমরা অভিযান চালিয়ে অবৈধ সংযোগগুলো চতুর্থবারের মতো বিচ্ছিন্ন করে দিয়েছি। তবে পুনরায় যাতে কেউ অবৈধ সংযোগ স্থাপন করতে না পারে তার জন্য তিতাসের মূল বিতরণ সংযোগ থেকে নেয়া অবৈধ স্থলগুলো স্থায়ীভাবে সিলগালা করে দেয়া হয়েছে।’


আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে আরও উপস্থিত ছিলেন: তিতাসের সোনারগাঁ জোনের ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস শাখার ব্যবস্থাপক প্রকৌশলী এনামুল হক, উপব্যবস্থাপক প্রকৌশলী মো. রিফাত আব্দুল্লাহ ও উপব্যবস্থাপক প্রকৌশলী রিয়াজুল ইসলামসহ অন্য কর্মকর্তারা।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com