বাংলাদেশ দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদের বিক্ষোভ সমাবেশ আগামীকাল

বাংলাদেশ দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদের বিক্ষোভ সমাবেশ আগামীকাল
প্রকাশিত

সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়িতশাসিত প্রতিষ্ঠানে দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরতদের বয়স শিথীল করে স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে আগামী বৃহস্পতিবার (০৯ অক্টোবর ২০২৫)। সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এই বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত থাকবেন শ্রমসংস্কার কমিশনের প্রধান ও বিলসের পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইন এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন।

সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদের আহ্বায়ক মোঃ বোরহান উদ্দিন।

দীর্ঘদিন ধরে দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত শ্রমিক ও কর্মচারীরা দাবি করে আসছেন— বয়সের সীমাবদ্ধতা শিথীল করে তাদের স্ব-স্ব প্রতিষ্ঠানে স্থায়ী নিয়োগের সুযোগ দিতে হবে। আয়োজকরা জানান, এই দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই বৃহৎ আকারের এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সংবাদমাধ্যমের প্রতিনিধি ও আলোকচিত্রী/ক্যামেরা পারসনদের উপস্থিত থেকে সংবাদ প্রচারের অনুরোধ জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com