আনন্দ মোহন কলেজে সিট নিয়ে সংঘর্ষে ১০ জন আহত

আনন্দ মোহন কলেজ

আনন্দ মোহন কলেজ

প্রকাশিত

ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে হলের সিট বরাদ্দের নবায়ন নিয়ে দুই দল শিক্ষার্থীর সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ১০ শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে অনির্দিষ্টকালের জন্য হল বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে আগামী তিন দিন কলেজের পাঠদান কার্যক্রমও বন্ধ ঘোষণা করা হয়েছে।

রবিবার রাত পৌনে ৮টার দিকে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিয়ে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছেন কলেজ অধ্যক্ষ আমান উল্লাহ। তিন দিন পাঠদান বন্ধ থাকলেও পূর্বনির্ধারিত পরীক্ষা চলবে এবং মেয়েরা হলে থাকবে বলে জানান অধ্যক্ষ।

সংঘর্ষের বিষয়ে হল সুপার শাহজাহান করিম বলেন, হলের সিট বরাদ্দের নবায়ন নিয়ে আবাসিকের সঙ্গে অনাবাসিক শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এদিন বিকেল ৫টা থেকে শুরু হওয়া ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। খবর পেয়ে সেনাবাহিনী ও প্রশাসনের বিভিন্ন স্তরের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কোতোয়ালি থানার ওসি সফিকুল ইসলাম খান জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনের ময়মনসিংহ জেলার সমন্বয়ক আশিকুর রহমান বলেন, হলের শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষকে ক্ষমা চাইতে বলে অপমান করায় সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়েছে। অবিলম্বে হলে থাকা ছাত্রলীগের দোসর ও সহযোগীদের বের করতে হবে এবং সাধারণ শিক্ষার্থীদের নিয়ম অনুযায়ী হলের সিট বরাদ্দ দিতে হবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com