ছাত্র আন্দোলনে আশরাফুল হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

ছাত্র আন্দোলনে আশরাফুল হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

প্রকাশিত

ডিএমপি নিউজ : মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মোঃ আশরাফুল ইসলাম হত্যা মামলায় এজাহার নামীয় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা তারেক আফজাল সবুজকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

শনিবার (১২ অক্টোবর ২০২৪) রাতে মিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: সাজ্জাদ রোমন ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ পরিদর্শক (তদন্ত) জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মোঃ আশরাফুল ইসলাম হত্যার ঘটনায় গত ২২ সেপ্টেস্বর ২০২৪ তারিখে মিরপুর মডেল থানায় একটি মামলা রুজু হয়। মামলার এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট ২০২৪ তারিখে রাজধানীর মিরপুর-২ এলাকায় আশরাফুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র-জনতার মিছিলে যোগ দেন। মুক্তিকামী ছাত্র-জনতার আন্দোলনকে স্তব্ধ করার জন্য আন্দোলনরত ছাত্র-জনতার উপর আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচারে গুলিবর্ষণ করে। এসময় আওয়ামীলীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে মোঃ আশরাফুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পরে। গুলিবিদ্ধ আশরাফুলকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মিরপুর থানায় রুজুকৃত মামলাটি তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আশরাফুল হত্যায় জড়িত এজাহারনামীয় আসামী তারেক আফজাল সবুজকে গতকাল গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com