কুয়াশার চাদরে ঢাকা শহর, জেঁকে বসেছে শীত

ভোর থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন পুরো দেশ।
কুয়াশার চাদরে ঢাকা শহর, জেঁকে বসেছে শীত
প্রকাশিত

সারা দেশে তীব্র শীতের দাপট বেড়েছে। টানা দুদিন ধরে সূর্যের দেখা নেই, আর কুয়াশা ঝরছে যেন গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো। এর সঙ্গে যোগ হয়েছে হিমেল হাওয়ার দাপট। উত্তরের হিমশীতল বাতাসে পুরো দেশ কাঁপছে শীতের কনকনে ঠান্ডায়। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই পরিস্থিতি আরও দুই-তিন দিন অব্যাহত থাকতে পারে।

শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন পুরো দেশ। সকাল ১০ টায়ও সূর্যের দেখা মেলেনি। রাজধানীতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে যানবাহন। ছুটির দিন হওয়ায় পথেঘাটে মানুষের আনাগোনা তুলনামূলক কম। তবে যারাই বের হচ্ছেন, বৃষ্টির মত কুয়াশা আর কনকনে ঠান্ডায় ভোগান্তিতে পড়ছেন।   

বরাবরের মতোই শীতে সবচেয়ে নাজুক অবস্থায় খেটে খাওয়া আর ছিন্নমূল মানুষ। এক টুকরো গরম কাপড় আর সূর্যের মান ভাঙার দিকে তাকিয়ে আছেন তারা। 

বিদ্যমান আবহাওয়া আরও কিছুদিন অপরিবর্তিত থাকবে জানিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। যদিও ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও তীব্র শীত অনুভূত হতে পারে।  

এতে আরও বলা হয়, এ সময় মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড় যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। 

একদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময়ের শুরুর দিকে দেশের উত্তরাংশে হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পারে। আর এ সময়ের শেষের দিকে তাপমাত্রা কমতে পারে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com