গাজীপুরে চুরি, ছিনতাই, মাদক নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ: নবাগত কমিশনার

গাজীপুরে চুরি, ছিনতাই, মাদক নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ: নবাগত কমিশনার
প্রকাশিত

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার শনিবার (২৩ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় গাজীপুরের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গ্রহণ করা বিভিন্ন উদ্যোগ তুলে ধরেছেন। একই সঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ভবিষ্যৎ পরিকল্পনা, চ্যালেঞ্জ ও করণীয় দিকগুলো স্পষ্টভাবে তুলে ধরেন।

রোববার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শুরুতেই পুলিশ কমিশনার সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন— গাজীপুরকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত নগরী গড়ে তুলতে পুলিশ ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে ফলাফল আরও ইতিবাচক হবে।

তিনি মাদক নির্মূল, যানজট নিরসন, চাঁদাবাজি বন্ধ, অপরাধ দমন ও দ্রুত সেবা নিশ্চিতকরণে বিশেষ টিম গঠন, প্রযুক্তির ব্যবহার বাড়ানোসহ একাধিক কার্যকর পদক্ষেপ তুলে ধরেন। সাংবাদিকরাও এলাকার বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও প্রত্যাশা নিয়ে উন্মুক্তভাবে মতামত দেন।

এসময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com