ডেপুটি অ্যাটর্নি জেনারেলের মেয়ে সারজিস আলমের স্ত্রী

ডেপুটি অ্যাটর্নি জেনারেলের মেয়ে সারজিস আলমের স্ত্রী
প্রকাশিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম গতকাল বিয়ে করেছেন।

তবে কোথায় বিয়ে করেছেন? প্রথমে তা জানা না গেলেও বরগুনায় তিনি বিয়ে করছেন— এমন পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে সারজিস আলমের বিয়ের বিষয়টি নিশ্চিত করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এরপরই সারজিস বরগুনায় বিয়ে করেছেন লিখে পোস্ট দিতে থাকেন বরগুনার নানা শ্রেণি-পেশার মানুষ। 

সামাজিক যোগাযোগমাধ্যমের একাধিক পোস্ট থেকে জানা যায়, সারজিস আলম বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. লুৎফর রহমানের বড় মেয়ে রাইতাকে বিয়ে করেছেন।

মো. লুৎফর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন ছাত্র। তিনি বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নে লাকুরতলা নামক এলাকার বাসিন্দা। তবে পেশাগত কারণে বর্তমানে তিনি পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় বসবাস করেন।

এ বিষয়ে জানতে অ্যাডভোকেট মো. লুৎফর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও এখন পর্যন্ত কারো বক্তব্য পাওয়া যায়নি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com