রাতের ঢাকায় নিরাপত্তাহীনতায় নগরবাসী

ছিনতাই, চাঁদাবাজি ও চুরির ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ ও হতাশা কাটছে না নগরবাসীদের।
রাতের ঢাকায় নিরাপত্তাহীনতায় নগরবাসী
প্রকাশিত

ভয়ংকর হয়ে উঠছে রাতের ঢাকা। রাজধানীর রাস্তায় রাতে হাটা কিংবা যানবাহনে চলাচল সর্বত্রই চরম নিরাপত্তাহীনতায় নগরবাসী।

গত ১৪ ডিসেম্বর ভোরে এক নারীকে চাপাতি দিয়ে কুপিয়ে ছিনতাইকারীরা সবকিছু ছিনিয়ে নিয়েছিল। কলাবাগান এলাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তের যাত্রীবাহী বাস ছেড়ে যাওয়ার কারণে যাত্রীরা এখানে আসতে বাধ্য হন। শেষ রাতের দিকে অনেক বাস এখানে যাত্রী নামিয়ে দেয়।  

 ১৬ ডিসেম্বর রাতে রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় একটি প্রাইভেটকারের জানালা দিয়ে ছোঁ মেরে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার দৃশ্য ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। মাজহারুল ইসলাম মহসিন নামে ফেসবুক আইডি থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে।

১৭ ডিসেম্বর রাস্তায় দাঁড়িয়ে ছিলেন পাহাড়ি জ্যোতি বসু চাকমা দম্পতি। হঠাৎ করেই মোটরসাইকেল থেকে নেমে হেলমেট পরিহিত এক যুবক চড়াও হয় ওই নারীর ওপর। বড় চাপাতি বের করে মহিলার কাঁধে থাকা ব্যাগের বেল্টে কোপ দিয়ে তা ছিনিয়ে নেয়। জ্যোতি বসুর ফোনটি দিতে না চাইলে তাকে বেধড়ক কোপিয়ে এক পর্যায়ে ফোনসহ বাকি সবকিছুই ছিনিয়ে নেয়।

২১ ডিসেম্বর রাতে প্রকাশ্যেই চাপাতি দিয়ে কুপিয়ে ছিনতাইকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এনামুল হক রবির কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেয়। ভুক্তভোগী রবির বাম হাত মারাত্মকভাবে কেটে যায়। তার মাথা ও হাতে ২৪টি সেলাই পড়েছে।

প্রতিদিন বিভিন্ন জায়গায় ছিনতাই, চাঁদাবাজি ও চুরির খবর পাওয়া যায়। সুস্থ অবস্থায় ঘর থেকে বেরিয়ে ভালোভাবে ফিরতে পারবেন কি না এ নিয়ে শঙ্কায় নগরবাসীর অনেকে।

ছিনতাই, চাঁদাবাজি ও চুরির ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ ও হতাশা কাটছে না নগরবাসীদের।  

এ বিষয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস সাংবাদিকদের বলেন, রাতের ঢাকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে র‌্যাব। রাজধানীর সবকটি ব্যাটালিয়নকে এ-সংক্রান্তে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে সদর দপ্তর থেকে। চুরি-ছিনতাইপ্রবণ এলাকায় বাড়ানো হয়েছে টহল এবং চেকপোস্ট।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com