'আগামী জাতীয় নির্বাচন সংবিধান সংস্কার পরিষদের নির্বাচনের'দাবিতে পদযাত্রা ও গণসংলাপ

'আগামী জাতীয়  নির্বাচন সংবিধান সংস্কার পরিষদের নির্বাচনের'দাবিতে পদযাত্রা ও গণসংলাপ
প্রকাশিত

দিনাজপুরের ফুলবাড়িতে আগামীকাল শনিবার (১৬ আগস্ট ২০২৫) বিকাল ৪টায় গোলাম মোস্তফা উচ্চ বিদ্যালয় হল রুমে গণসংলাপ পদযাত্রা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি। এছাড়া সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, দিনাজপুর জেলা আহ্বায়ক সুলতান মাহমুদ শিশির এবং ফুলবাড়ি উপজেলা সংগঠক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল উপস্থিত থাকবেন।

আয়োজকরা জানিয়েছেন, “বিচার, সংস্কার ও নির্বাচন একসাথে চলতে হবে” এবং “বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, অধিকার ও মর্যাদার বাংলাদেশ, জনগণের বাংলাদেশ” এই দাবিকে সামনে রেখে গণসংলাপে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।

গণসংলাপে সভাপতিত্ব করবেন উপজেলা আহ্বায়ক মাহমুদ হাসান বাবু এবং সঞ্চালনা করবেন ফুলবাড়ি উপজেলা ভারপ্রাপ্ত সদস্য সচিব মোত্তালিব পাপ্পু।

আয়োজক কমিটির পক্ষ থেকে স্থানীয় গণমাধ্যমের সাংবাদিক, আলোকচিত্রী ও ক্যামেরাপারসনদের অনুষ্ঠানটি কাভার করার আহ্বান জানানো হয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com