আইনজীবী পান্নার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলায় আসকের নিন্দা ও উদ্বেগ

আইনজীবী পান্নার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলায় আসকের নিন্দা ও উদ্বেগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে আদালত ও গণমাধ্যমে সরব ছিলেন বর্ষীয়ান আইনজীবী জেড আই খান পান্না। ফাইল ছবি

প্রকাশিত

মানবাধিকার কর্মী ও আইন ও সালিশ কেন্দ্রের (আসক) চেয়ারপারসন আইনজীবী জেড আই খান পান্নার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আসক।

রোববার (২০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানায় আসক।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই সংঘটিত একটি ঘটনায় সংক্ষুব্ধ এক ব্যক্তি ১৭ অক্টোবর হত্যাচেষ্টার অভিযোগ এনে ১৮০ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। এ মামলায় আইনজীবী পান্নার নামও অন্তর্ভুক্ত করা হয়।  

তবে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ছাত্র আন্দোলনের শুরু থেকেই তিনি ছাত্রদের ন্যায়সঙ্গত দাবি এবং তাদের নেতাকর্মীদের আটকের ঘটনায় আইনি লড়াইতে সম্পৃক্ত থেকেছেন। গণমাধ্যমেও তিনি এ বিষয়ে সরব ছিলেন।

এ অবস্থায় আসক মনে করে, মানবাধিকার বিষয়ে এবং বর্তমান প্রেক্ষাপট সংশ্লিষ্ট জেড আই খান পান্নার আলোচনা, মতামত ও বক্তব্য সংক্রান্ত তার কোনো ভূমিকায় কোনো পক্ষের অসন্তুষ্টি থেকে এ ধরনের মামলা দায়ের হয়ে থাকতে পারে। সেটাই হয়ে থাকলে তা অত্যন্ত অনাকাঙ্খিত, অপ্রত্যাশিত এবং নিন্দনীয়।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com