এবার রোহিঙ্গাসহ ১৬ জনকে বাংলাদেশে পুশইন করল বিএসএফ

এবার রোহিঙ্গাসহ ১৬ জনকে বাংলাদেশে পুশইন করল বিএসএফ
প্রকাশিত

আবারও মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু সীমান্ত দিয়ে রোহিঙ্গাসহ ১৬ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

সোমবার (২৩ জুন) ভোরে বড়লেখার লাতু সীমান্তে এ ঘটনা ঘটে। আটকদের মধ্যে ১২ জন রোহিঙ্গা এবং চারজন বাংলাদেশের নাগরিক বলে জানায় বিজিবি সিলেট-৫২ ব্যাটালিয়ান।

বিজিবি সূত্র জানায়, ভোরে নারী ও শিশুসহ ১৬ জনকে বড়লেখার লাতু সীমান্তের একটি চা বাগানের ভিতরে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়।

এতে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। বিষয়টি বিজিবি সিলেট-৫২ ব্যাটালিয়ানকে জানানো হয়। পরে বিজিবি এসে তাদের আটক করে হেফাজতে নিয়ে যায়।

এসব রোহিঙ্গা বিভিন্ন সময়ে বাংলাদেশ সীমান্ত এলাকা পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নেয়। পরে তারা রেস্টুরেন্টসহ বিভিন্ন পর্যায়ে কাজ নেয়। বিএসএফ তাদের আটক করে আজ ভোরে লাতু সীমান্ত দিয়ে পুশইন করে। একইভাবে বাংলাদেশি এই চার নাগরিক কাজের সন্ধানে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com