আজ থেকে চালু হচ্ছে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশন

এর আগে গতকাল বুধবার ডিএমটিসিএল এক আদেশে শুক্রবারেও মেট্রোরেল চলাচল করবে বলে জানিয়েছিল।
আজ থেকে চালু হচ্ছে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশন

ফাইল ছবি।

প্রকাশিত

মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশন আজ (শুক্রবার) থেকে চালু হচ্ছে বলে জানিয়েছেন মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল)ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটন রোডের প্রবাসী কল্যাণ ভবনে ডিএমটিসিএল'র কার্যালয়ে তিনি এ তথ্য জানান।

আব্দুর রউফ বলেন, শুক্রবার (২০ সেপ্টেম্বর) থেকেই কাজীপাড়া স্টেশন চালু হবে। এ স্টেশন চালু করতে ২০ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে। যাত্রীদের কথা ভেবে দ্রুত এটা চালু করা হচ্ছে। এখানে এখনও অনেক সরঞ্জাম লাগবে, যা আস্তে আস্তে ঠিক করা হবে। তখন খরচ বাড়তে পারে। 

তিনি বলেন, আগামীকাল থেকে মেট্রোরেল শুক্রবারও চলবে। প্রতি শুক্রবার দুপুর ৩টা ৩০ মিনিট থেকে রাতে স্বাভাবিক সময় পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। এক্ষেত্রে হেডওয়ে (দুই ট্রেনের মধ্যবর্তী সময়) ১০ মিনিট, ৮ মিনিট ও ১২ মিনিট থাকবে।

এর আগে বুধবার ডিএমটিসিএল এক আদেশে শুক্রবারেও মেট্রোরেল চলাচল করবে বলে জানিয়েছিল। এতে বলাে হয়েছিল, এমআরটি লাইন-৬ এর মেট্রো ট্রেন আগামী ২০ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তর পর্যন্ত বিকেল ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত নির্ধারিত হেডওয়েতে চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com