নদীতে বস্ত্রহীন নারীর মরদেহ, ‘রহস্য’ ঘনীভূত

নদীতে বস্ত্রহীন নারীর মরদেহ, ‘রহস্য’ ঘনীভূত

মরদেহ পাওয়ার খবরে স্থানীয়দের ভিড়, চলছে নানা জল্পনা-কল্পনা।

প্রকাশিত

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে নদী থেকে বস্ত্রহীন অবস্থায় অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দেখা দিয়েছে রহস্য; চলছে নানা জল্পনা-কল্পনা।

সোমবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার কুলিক নদীর সুন্দরপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।


পুলিশ জানায়, সকালে স্থানীয়রা কুলিক নদীতে ওই মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

বস্ত্রহীন থাকায় মরদেহ নিয়ে নানাবিধ রহস্যও দেখা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা বলছেন, বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। তাকে মেরে ফেলে দিয়েছে নাকি আত্মহত্যা করেছে। এমন ঘটনা কোনভাবেই কাম্য নয়। আর আত্মহত্যা করলেও শরীরে কাপড় পরিধানের কথা। কিন্তু কোনো কাপড় ছিল না। এখানে খুব বড় কোনো রহস্য লুকিয়ে আছে। এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ময়নাতদন্তের পর মৃত্যুরহস্য জানা যাবে। রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে; তবে পুলিশ বস্ত্রহীনতার বিষয়টি খতিয়ে দেখছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com