বৃদ্ধা মাকে ঘর থেকে বের করে দেয় ছেলে, পরে প্রশাসনের সহযোগিতায় সমাধান হয় বিষয়টির।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও থানা পুলিশের উপস্থিতিতে বৃদ্ধাকে তার ছেলের হেফাজত দেয়া হয়।
এর আগে গত মঙ্গলবার (১৫ অক্টোবর) উপজেলার চকমধুপুর গ্রামে বৃদ্ধা মাকে মেরে বাড়ি থেকে বের করে দেয় তার একমাত্র সন্তান শাহ আলম।
বৃদ্ধা মা বাড়ির গেটের সামনে বসে শুধু চোখের পানি ফেলছিলেন। এ ঘটনায় ওই বৃদ্ধার মেয়ে বাদী হয়ে সাঁথিয়া থানা পুলিশ ও সেনা ক্যাম্পে অভিযোগ দায়ের করেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়। পরে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
অভিযুক্ত শাহ আলম উপজেলার চকমধুপুর গ্রামের মৃত মকছেদ আলমের ছেলে।
সাঁথিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, মা কে ছেলে বাড়িতে রাখতে রাজি হয়েছে। মা ও নিজ সন্তানের কাছে থাকার আকুতি জানিয়েছেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) সাইদুর রহমান বলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আমার থানার এসআই ইকবালের মাধ্যমে বৃদ্ধাকে তার ছেলের হেফাজতে রাখা হয়েছে। সেই সঙ্গে বৃদ্ধাও ছেলের কাছে থাকতে রাজি হয়েছে।