বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির আয়োজনে ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবে আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘যে জেলাগুলোতে শান্তিশৃঙ্খলা আছে, রাজনৈতিক ব্যক্তিরা আছেন, সেখানে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নতুন সমস্যার সৃষ্টি হবে কিনা, তা বিবেচনায় নিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করেন তিনি।’
ফখরুল আরও বলেন, ‘আমরা ১৬ বছর ধরে নির্যাতন সহ্য করে আসছি। শুধুমাত্র হাসিনা সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে। আমরা সবাই অত্যন্ত আশাবাদী। অন্তর্বর্তীকালীন সরকার সব জঞ্জালকে দূর করে দেশে এমন একটি পরিবেশ সৃষ্টি করবে, যে পরিবেশে সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন হবে।’
এ সময় সভায় আহত ৩৩ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন মির্জা ফখরুল।
এরপর দুপুরে মির্জা ফখরুল জেলার রাণীশংকৈল উপজেলার ডিগ্রি কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।