২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ
প্রকাশিত

রাজশাহী রেলস্টেশনের ওয়াশপিটের সামনে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ও পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। রেলস্টেশনমাস্টার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাবান্ধা এক্সপ্রেস ওয়াশপিট থেকে স্টেশনের দিকে যাচ্ছিল, আর ধূমকেতু এক্সপ্রেস স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল পয়েন্টে সমস্যার কারণে ধূমকেতু এক্সপ্রেস বাংলাবান্ধা এক্সপ্রেসকে ধাক্কা দেয়, যার ফলে বাংলাবান্ধা এক্সপ্রেস লাইনচ্যুত হয়। এতে দুটি ট্রেনের একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম বলেন, বিকট শব্দ শুনে তিনি ঘটনাস্থলে ছুটে যান। সেখানে দেখেন একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে যাত্রী না থাকায় কেউ আহত হয়নি। রেলওয়ের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

রাজশাহী রেলস্টেশনের মাস্টার শহিদুল আলম জানান, দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। দুটি ট্রেনেই কোনো যাত্রী ছিল না। বাংলাবান্ধা এক্সপ্রেস ওয়াশপিট স্টেশনে ফিরছিল, আর ধূমকেতু এক্সপ্রেস ওয়াশপিটের দিকে যাচ্ছিল। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ঘটনার কারণ জানা যায়নি। তবে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই সঠিক কারণ জানা যাবে।

দুর্ঘটনার পর এক লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে আসছে বলে জানানো হয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com