
গ্রেফতারকৃত শাকিলকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ছবি : সংগৃহীত
রাজধানীর খিলগাঁও এলাকা থেকে অপহৃত কিশোরী উদ্ধারসহ এক অহরহণকারীকে গ্রেফতার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম শাকিল হোসেন।
মঙ্গলবার (৮ অক্টোবর ২০২৪ খ্রি.) ভোর চারটায় কুষ্টিয়ার খোকসা থানা এলাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
সোমবার (৭ অক্টোবর ২০২৪ খ্রি.) খিলগাঁও থানায় একটি অপহরণ মামলা রুজু হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বুধবার (২ অক্টোবর ২০২৪ খ্রি.) সকালে খিলগাঁওয়ের বনশ্রীর বাসার সামনে থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের মায়ের অভিযোগের প্রেক্ষিতে খিলগাঁও থানায় মামলাটি রুজু হয়।
মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অপহরণকারী ও ভিকটিমের অবস্থান শনাক্ত করা হয়। এরপর মঙ্গলবার ভোর ৪ টায় কুষ্টিয়ার খোকসা থানার পাইকপাড়া মির্জাপুরে অভিযান চালিয়ে অপহরণকারী শাকিলকে গ্রেফতার করা হয় এবং ভিকটিমকেও উদ্ধার করা হয়।
খিলগাঁও থানার মামলায় গ্রেফতারকৃত শাকিলকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উপ-পুলিশ কমিশনার
মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ