চুয়াডাঙ্গায় মাদকসহ ৩ কারবারি আটক

চুয়াডাঙ্গার জীবননগরে পৃথক দুটি অভিযান চালিয়ে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী।
চুয়াডাঙ্গায় মাদকসহ ৩ কারবারি আটক

পৃথক দুটি অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক।

প্রকাশিত

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় জীবননগর থানায় দুটি মামলা রুজু হয়েছে।


আটকরা হলেন: চুয়াডাঙ্গার জীবননগর কাটাপোল গ্রামের ছাদেক আলির ছেলে মামুন, মাধবপুর গ্রামের আয়ুব আলীর ছেলে আজিম ও দেহাটি গ্রামের তফজেল মণ্ডলের ছেলে আব্দুল্লাহ।


চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জীবননগর উপজেলার পৃথক দুটি স্থানে যৌথবাহিনী অভিযান চালায়। এ সময় জীবননগর দেহাটি গ্রামের আব্দুল্লাহর বাড়িতে মাদকদ্রব্য মজুদ আছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে উপজেলার কাটাপোল এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। দুই মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশি করে দেড় কেজি গাঁজা উদ্ধার করে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে জীবননগর থানায় পৃথক দুটি মামলা দায়ের করে। সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মাসুদের নেতৃত্ব ১৮ সদস্যর একটি টিম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে একটি টিম অভিযানে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com