চুয়াডাঙ্গায় একদিনে তাপমাত্রা কমেছে ৪ দশমিক ৫ ডিগ্রি

কনকনে শীত আর ঘন কুয়াশায় বিপর্যস্ত মানুষের জীবন

কনকনে শীত আর ঘন কুয়াশায় বিপর্যস্ত মানুষের জীবন

প্রকাশিত

হাড় কাঁপানো শীত আর কাকে বলে! হাড়ে হাড়ে টের পাচ্ছে চুয়াডাঙ্গার মানুষ। কনকনে শীত আর নেমে আসা ঘন কুয়াশায় বিপর্যস্ত এখন এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা। প্রয়োজনীয় কাজেও বাইরে বের হওয়া কষ্টকর। তাপমাত্রার পারদ দ্রুত নেমে যাচ্ছে।

আবহওয়া অফিস বলছে, মাত্র একদিনের ব্যবধানে ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেয়েছে চুয়াডাঙ্গার তাপমাত্রা।

বৃহস্পতিবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। আগের দিন একই সময়ে চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ঠান্ডা হাওয়ার কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে কম বের হচ্ছেন মানুষ। বেশি বিড়ম্বনায় পড়েছেন খেটে খাওয়া আর ছিন্নমূল মানুষগুলো। খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছে অনেকে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, শৈত্যপ্রবাহের প্রভাব দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এ জেলাতেও পড়ছে। কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে দেরিতে। সবশেষ বৃহস্পতিবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com