রোববার (২২ সেপ্টেম্বর) ভোরে যশোরের ৪৯ ব্যাটালিয়ন বিজিবির আমড়াখালি চেকপোস্টে কর্মরত বিজিবি সদস্যরা তাদের আটক করে।
আটকরা হলেন: বেনাপোল পোর্টথানার পাটবাড়ি গ্রামের আবু বক্কারের ছেলে আলমগীর হোসেন ও একই গ্রামের নাসির উদ্দিনের ছেলে সাব্বির হোসেন।
যশোর-৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোস্টের টহলদল বেনাপোল হতে যশোরগামী একটি মোটরসাইকেলে তল্লাশি করে। এ সময় তাদের কাছে থাকা ব্যাগে ১৭ হাজার টাকার জালনোট পাওয়া যায়। এ সময় অভিযুক্ত দুজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশি নাগরিক এবং তারা জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে বলে স্বীকার করেন। এ ছাড়াও জালনোট ব্যবসায় ব্যবহৃত দুটি মোবাইল ও মোটরসাইকেল আটক করা হয়। আটক জালনোটসহ আসামিদের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।