বেনাপোল সীমান্তে জাল নোটসহ ২ যুবক আটক

বেনাপোল সীমান্তে জাল নোটসহ ২ যুবক আটক

বেনাপোল সীমান্তে জাল নোটসহ ২ যুবককে আটক করেছে বিজিবি।

প্রকাশিত

যশোরের বেনাপোল সীমান্তের আমড়াখালি বিজিবি চেকপোস্ট থেকে ১৭ হাজার টাকার জালনোটসহ দুই যুবককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

রোববার (২২ সেপ্টেম্বর) ভোরে যশোরের ৪৯ ব্যাটালিয়ন বিজিবির আমড়াখালি চেকপোস্টে কর্মরত বিজিবি সদস্যরা তাদের আটক করে।


আটকরা হলেন: বেনাপোল পোর্টথানার পাটবাড়ি গ্রামের আবু বক্কারের ছেলে আলমগীর হোসেন ও একই গ্রামের নাসির উদ্দিনের ছেলে সাব্বির হোসেন।

যশোর-৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোস্টের টহলদল বেনাপোল হতে যশোরগামী একটি মোটরসাইকেলে তল্লাশি করে। এ সময় তাদের কাছে থাকা ব্যাগে ১৭ হাজার টাকার জালনোট পাওয়া যায়। এ সময় অভিযুক্ত দুজনকে আটক করা হয়।


তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশি নাগরিক এবং তারা জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে বলে স্বীকার করেন। এ ছাড়াও জালনোট ব্যবসায় ব্যবহৃত দুটি মোবাইল ও মোটরসাইকেল আটক করা হয়। আটক জালনোটসহ আসামিদের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com