নালায় পড়ে ছিল সাকিবের গামছা বাঁধা মরদেহ

নালায় পড়ে ছিল সাকিবের গামছা বাঁধা মরদেহ

খুলনার দিঘলিয়ায় ডোবায় যুবকের মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়।

প্রকাশিত

খুলনার দিঘলিয়ায় সাকিব শেখ নামে এক যুবককে হত্যা করে ভ্যান ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সোমবার (৭ অক্টোবর) বিকেলে ফুলতলা হাউজিং এলাকার একটি নালা থেকে গলায় গামছা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাকিব দিঘলিয়ার হাজীগ্রামের কামাল শেখের ছেলে।


এ দিকে এ ঘটনায় জনি শেখ ও আসাদুল ইসলাম নামের দুই যুবককে আটক করা হয়েছে। তারা দিঘলিয়া উপজেলার বাসিন্দা।

দিঘলিয়া থানার উপ-পরিদর্শক (সাব-ইন্সপেক্টর) রাজেত আলী জানান, গত শনিবার সাকিব তার ভ্যান নিয়ে বের হয়ে আর ফেরেননি। পরিবারের সদস্যরা বিষয়টি থানায় জানায়। সোমবার হাউজিং এলাকা থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহটি সাকিবের বলে শনাক্ত করেন।

তিনি জানান, নিহতের গলায় গামছা পেঁচানো ছিল। গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করে ভ্যানটি ছিনতাই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্য ও এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে জড়িত দুজনকে আটক করা হয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com