সাবেক প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় খালাস পেলেন বিএনপি নেতা আলাল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে খুলনার সাইবার ট্রাইবুন্যাল আদালতে দায়ের করা মামলায় খালাস পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
সাবেক প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় খালাস পেলেন বিএনপি নেতা আলাল

খুলনা সাইবার ট্রাইব্যুনালের বিচারক কনিকা বিশ্বাস বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে মামলা থেকে খালাস প্রদান করেন।

প্রকাশিত

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে খুলনা সাইবার ট্রাইব্যুনালের বিচারক কনিকা বিশ্বাস তাকে খালাস প্রদান করেন।


আলালের আইনজীবী জানান, উচ্চ আদালতের জামিন শেষে বৃহস্পতিবার খুলনার সাইবার ট্রাইব্যুনাল আদালতে আত্মসমর্পণ করেন মোয়াজ্জেম হোসেন আলাল। এ সময় তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ না পাওয়ায় তাকে খালাস দেয়া হয় বলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১২ ডিসেম্বর খুলনা সদর থানায় সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে ফেসবুকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার অভিযোগে মামলা করেন তখনকার খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সাইফুল ইসলাম। ২০২২ সালের ৩০ জুন তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেন। মামলায় এতদিন উচ্চ আদালতে জামিনে ছিলেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বৃহস্পতিবার খুলনা সাইবার ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন। পরে বিচারক তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ না হওয়ায় তাকে মামলা থেকে খালাস দেন।


এ সময় আলাল বলেন, ‘দুঃশাসন শেষে দেশে বিচার ব্যবস্থা ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে।’

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com