ইস্টার্ন ব্যাংকে এসির কম্প্রেসার বিস্ফোরণে নিহত ২

ইস্টার্ন ব্যাংকে এসির কম্প্রেসার বিস্ফোরণে নিহত ২
প্রকাশিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসির কম্প্রেসার বিস্ফোরণের ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সোনারগাঁ মেগা কমপ্লেক্সে অবস্থিত ইস্টার্ন ব্যাংকের কাচঁপুর উপ-শাখায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন চাঁদপুর সদরের সেলিম বেপারীর ছেলে তুহিন (২৫) এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার বাসিন্দা রাফি (২৩)। তারা এসআর পাওয়ার টেকনোলজি নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

কাচঁপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, দুপুরে ইস্টার্ন ব্যাংকে এসির কম্প্রেসার মেরামত করার সময় তুহিন ও তার সহকারী রাফি কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হন। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এসআর পাওয়ার টেকনোলজির জেনারেল ম্যানেজার শফিউল আলম বলেন, ইস্টার্ন ব্যাংকের কাচঁপুর উপ-শাখায় এসি মেরামতের জন্য তুহিন ও রাফিকে পাঠানো হয়েছিল। দুর্ভাগ্যবশত কাজ করার সময় তারা বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা যান।

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী জানান, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত দুইজনের বিষয়ে তদন্ত চলছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com