সীমান্তবর্তী বাজারে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি, ভারতীয় আটক

অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সীমান্তবর্তী বাজারে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি, ভারতীয় আটক

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে আটক ভারতীয় নাগরিক মোজাফফর হোসেন। ছবি: সংগৃহীত

প্রকাশিত

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী বাগভান্ডার সীমান্তবর্তী বাংলাদেশের একটি বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মোজাফফর হোসেন (৪৮)। তিনি ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ উপজেলার মাদারগঞ্জ এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

বিজিবি জানায়, বুধবার রাতে লালমনিরহাট বাগভান্ডার বিওপির সীমানা পিলার ৯৫৭ এমপির কাছ দিয়ে দুইজন ভারতীয় নাগরিক অবৈধ অনুপ্রবেশ করে বাংলাদেশের ৬০০ গজ অভ্যন্তরে ভোটহাট বাজারে ঘোরাফেরা করছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে ভাগভান্ডার বিওপি ক্যাম্পের একটি দল তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে।

প্রাথমিকভাবে তারা জানায় যে, তারা বাংলাদেশি নাগরিক। ওষুধ কিনতে বাজারে এসেছিলেন। এসময় বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে একজন দৌড়ে ভারতের ভেতরে পালিয়ে যায়। অন্যজনকে আটক করে বিজিবি। পরে বিজিবি সদস্যরা ভারতীয় নাগরিক মোজাফফরকে ভুরুঙ্গামারী থানায় হস্তান্তর করেন।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসিফুল ইসলাম সিদ্দিকী জানান, লালমনিরহাট ১৫ বিজিবি সীমান্ত দিয়ে সব ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি ব্যাটালিয়নের কড়া নজরদারি করা হচ্ছে। সীমান্ত এলাকায় টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করে বিজিবি সদস্যরা তৎপর রয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com