ফেসবুকে সাংবাদিক আখতার হোসেনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার : দোষীদের শাস্তির দাবি

ফেসবুকে সাংবাদিক আখতার হোসেনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার : দোষীদের শাস্তির দাবি
প্রকাশিত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া (ফেক) আইডি খুলে পুবাইল প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মোহাম্মদ আখতার হোসেনের নামে মানহানিকর ও মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক আখতার হোসেন সম্প্রতি গাজীপুর মহানগরের পুবাইল থানায় কয়েকজনের নাম উল্লেখ করে ও কয়েকটি ফেক আইডির নাম এবং লিংক সংযুক্ত করে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল গাজীপুর ইউনিটের প্রধান ও দৈনিক প্রতিদিনের কাগজ-এর বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আখতার হোসেন জানান, তার ছবি ও নাম ব্যবহার করে বিভ্রান্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়া হচ্ছে ও কুরুচিপূর্ণ স্ট্যাটাস ও মন্তব্য করা হচ্ছে। কুচক্রী মহলটি পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে তার সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গাজীপুর সাংবাদিক মহলের দাবি দ্রুত তদন্ত করে ফেক আইডির নেপথ্যে কারা জড়িত তাদের গ্রেপ্তার করে তাদের মুখোশ খুলে দেয়া হোক। যাতে দেশের অন্যান্য নামে-বেনামে ফেক আউডিতে সাধারণ নানা হুমকি-ধমকি, অপপ্রচার চালিয়ে চরিত্র জনতাকে

হননের মত নিকৃষ্ট কাজগুলো করতে না পারে। সাংবাদিক আখতার হোসেন বলেন, আমি পূবাইল থানায় তুহিন মোল্লা সবুজ, রাজু জাকির, মো. আল আমিনসহ কয়েকজনের বিরুদ্ধে ও 'পুবাইলের জনগন' ও 'ঝযধঃর অশঃধৎ' নামের দুটি ফেসবুক আইডির বিরুদ্ধে জিডি করেছি। প্রশাসনের কাছে অনুরোধ, বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনা হোক। সাংবাদিক আখতার হোসেন আরও বলেন, এই ধরনের ফেক আইডি সমাজে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধের সাহস না পায়। বিশেষজ্ঞরা মনে করেন, ফেক আইডি ব্যবহার করে অপপ্রচার এখন সামাজিক অপরাধ ও ব্যাধিতে পরিণত হয়েছে। দ্রুত তদন্ত ও আইন প্রয়োগের মাধ্যমে এই প্রবণতা রোধ করা জরুরি বলে তারা মত দিয়েছেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com