সীমান্তে বিএসএফের পুশ ইন, নারী–শিশুসহ ১৮ বাংলাদেশি আটক

সীমান্তে বিএসএফের পুশ ইন, নারী–শিশুসহ ১৮ বাংলাদেশি আটক
প্রকাশিত

নওগাঁর সাপাহার ও ধামইরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ-ইন করে দেওয়া নারী ও শিশুসহ ১৮ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৮ আগস্ট) ভোররাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, সাপাহারের বামনপাড়া বিওপির মেইন পিলার ২৪৬/২-এস থেকে প্রায় ৮০০ গজ ভেতরে, রসুলপুর গ্রামের জামে মসজিদের পাশে ভোর ৪টার দিকে চারজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের ইমদাদুলের স্ত্রী মোছা. হেনা খাতুন (৩৮), একই উপজেলার চাঁনপুর গ্রামের বালাম শিকদারের স্ত্রী রূপালী (৩৫), তাদের মেয়ে চাঁদনী (৮) এবং ছেলে রমজান (২ বছর ৬ মাস)।

বিজিবির ভাষ্য অনুযায়ী, তারা চার থেকে পাঁচ বছর আগে অবৈধভাবে ভারতের মুম্বাইয়ে গিয়ে গৃহকর্মীর কাজ করছিলেন। সম্প্রতি মুম্বাই পুলিশ তাদের আটক করে ‘চেকব্যাক’ প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গের ছত্রাহাটি বিএসএফ ক্যাম্পে পাঠায়। পরে রাতে সীমান্ত গেট দিয়ে বাংলাদেশের ভেতরে পুশ-ইন করা হয়। বর্তমানে তারা সাপাহার থানার পুলিশের হেফাজতে আছেন।

এছাড়া একই রাতে ধামইরহাট উপজেলার সাতানাপাড়া আমবাগান এলাকায় সীমান্ত পিলার ২৭১/১-এস থেকে প্রায় ৫০ গজ ভেতরে আরও ১৪ জনকে আটক করে কালুপাড়া বিওপির বিজিবি টহল দল। আটক ব্যক্তিদের মধ্যে ৬ নারী, ১ কিশোরী, ৩ শিশু এবং ৪ জন যুবক রয়েছেন। তারা খুলনা, নড়াইল, যশোরসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

সূত্র জানায়, তারা বিভিন্ন সময়ে সাতক্ষীরা ও বেনাপোল সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতের মুম্বাইয়ে প্রবেশ করে এবং সেখানে কাজ করছিলেন। গত ৭ আগস্ট বিমানযোগে পুনে বিমানবন্দরে নিয়ে পরে বালুরঘাট থানার মাধ্যমে বিএসএফ তাদের সীমান্তে এনে গাড়িযোগে বাংলাদেশে ঠেলে দেয়। বর্তমানে তাদের ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য রাখা হয়েছে।

সাপাহার থানার ওসি মো. আব্দুল আজিজ জানান, “আটককৃতদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

এদিকে ধামইরহাট থানার ওসি ইমাম জাফর বলেন, “বিজিবি এখনো আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করেনি। হস্তান্তরের পর বিস্তারিত জানা যাবে।”

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com