সেন্টমার্টিনে মধ্যরাতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই কয়েকটি রিসোর্ট

বালিয়াড়িতে পোড়ানো ময়লা থেকে ময়লা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন স্থানীয়রা।
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রকাশিত

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপে অগ্নিকাণ্ডে কয়েকটি রিসোর্ট সম্পূর্ণভাবে পুড়ে গেছে । তবে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।

দ্বীপের বাসিন্দা নুর জানিয়েছেন, হঠাৎ রাত আড়াইটার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা বিচ ভ্যালি রিসোর্টে আগুন লাগে। এরপর মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। এতে শায়রী, বিচ ভ্যালি ও কিংশুক রিসোর্ট পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরও জানান, প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর কাজ করে। পরে কোস্টগার্ড, নৌবাহিনী ও ট্যুরিস্ট পুলিশের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানতে চাইলে নুর বলেন, কিংশুক রিসোর্টের মালিক জানিয়েছেন পার্শ্ববর্তী একটি রিসোর্টের ময়লা পোড়ানো হয় বালিয়াড়িতে। এই ময়লা থেকে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।

দ্বীপের আরেক বাসিন্দা জমির বলেন, দ্বীপে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস স্টেশন নেই। কিন্তু স্থানীয় লোকজন, কোস্টগার্ড, নৌবাহিনী ও ট্যুরিস্ট পুলিশ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com