আজমেরী বর্ষার খোলা চোখে স্বপ্ন

আজমেরী বর্ষার খোলা চোখে স্বপ্ন
প্রকাশিত

চিন্তা করুন তো একজন মানুষের সারাদিন কাটে ট্যাক্সের জটিল হিসেব কষে ও আইনের শব্দ আওড়ে। নয়টা-পাঁচটার পেশাগত জীবনের কর্মময়তা অবসর পায় শাড়ির অঙ্গ জুড়ে মোটিফ আঁকা ও অবিশ্রান্ত কল্পনাকে চিত্রিত করার মধ্য দিয়ে। একবিংশ শতকে নিপুণা বধূর পুরো ধারণাকে পাল্টে দেয়া আমাদের কর্মনিপুণা সুবোধিনী নারী হলেন আজমেরী ইসলাম বর্ষা। প্রাত্যহিকতায় মানুষ আটকে থাকে যে কাজগুলোয় এমনই একটা পেশায় থেকে কিভাবে নিজের ইচ্ছা,শখ ও চাওয়াকে গুরুত্ব দিয়ে তিনি হয়ে উঠলেন একজন উদ্যোক্তা। আপনারা যারা জাপানিজ ইকিগাই ধারণার সাথে পরিচিত আছেন, তারা জানেন নিশ্চয়ই নিজেকে জানতে পারা, নিজের ক্ষমতা ও দক্ষতাকে বুঝতে পারা, নিজের পছন্দ ও ভালোবাসাকে গুরুত্ব দেওয়া কিভাবে একজন ব্যাক্তির জীবনে বাঁচা, আরোও নির্দিষ্ট করে বললে উপভোগ করে বাঁচার জন্যে অসংখ্য কারণ এনে দেয়। আপনি যখন আজমেরী বর্ষার দিকে তাকাবেন ইকিগাইয়ের অনন্য এক উদাহরণ আপনি দেখতে পাবেন। পেশায় আজমেরী ইসলাম বর্ষা একজন ট্যাক্স আইনজীবী, চেম্বার করেন বিজয় নগরে।  আইনচর্চার পাশাপাশি তার সৃজনশীলতা ও কর্মস্পৃহা তাকে করেছে একজন সফল উদ্যোক্তা।

এই গল্পের শুরু হয়েছিল ২০১৩ সালে টাঙ্গাইলের শাড়ির মাধ্যমে। তিনি তখন মাস্টার্সের শিক্ষার্থী। সদ্য স্নাতক শেষ করা একজন মানুষ, আজমেরি বর্ষা, এর স্বনির্ভর হওয়ার আকাঙ্ক্ষা আজ আমাদের ভীষণ ভরসার বিশাল এক আখ্যান। একদম প্রথমদিকে ছবি আঁকা-আঁকি তাকে  অনুপ্রাণিত করে।  নিজ হাতে মোটিফ ডিজাইন করে পৌঁছে দেন কারিগর ও তাঁতীদের হাতে, যা তাঁতীদের সহযোগিতায় হয়ে উঠে অনন্য একেকটি শাড়ি। বাংলাদেশের জামদানির তীর্থস্থল নারায়ণগঞ্জের জামিদানী পল্লী হয়ে উঠেছে উনার নিত্যদিনের পরিসর। তাঁর এই উদ্যোগ শুধুমাত্র ব্যবসা নয়, বরং ঐতিহ্য ও সৃজনশীলতার এক অনন্য সংমিশ্রণ। একই সাথে তার প্রত্যেক ক্রেতাকে দেয় নৈসর্গিক স্বাতন্ত্রের সাধ।

সময়ের সাথে সাথে তাঁর উদ্যোগ বড় হতে থাকে। বর্তমানে তিনি মগবাজারে ‘আজমেরী–AZMERE’ নামক আউটলেট পরিচালনা করছেন। সম্প্রতি তিনি অনলাইনেও ব্যবসা সম্প্রসারণ করেছেন। ‘আজমেরী’’( AZMERE) নামে একটি পেইজের মাধ্যমে অনলাইন ব্যবসা পরিচালনায় বেশ ভালো সাড়া পাচ্ছেন তিনি। তার ব্যবসায়ী উদ্যোগের ক্ষেত্রে টাঙ্গাইল ও জামদানি শাড়ির প্রতি তার মনোযোগ বেশি। নানান উৎসব-পার্বণের এই দেশে শাড়ীর ক্ষেত্রে থিম নিয়ে তার কাজের ছাপ ফুটে উঠে। একই সাথে বিভিন্ন দেশ থেকে সেরা পণ্য আমদানি করে তার উদ্যোগকে করছে আরোও সমৃদ্ধ ও বৈচিত্র্য শোভা মন্ডিত। প্রামাণিক পণ্যের প্রতি মানুষের বরাবরের আগ্রহ পূরণের জায়গাকে গুরুত্ব দিয়ে কাজ করছেন তিনি। ভারত ও পাকিস্তান থেকে তিনি আমদানি করে থাকেন শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি, কাশ্মীরের শাল। উক্ত দেশ সমূহের নিজস্ব ধাঁচের কাজ ও কারিগরি দক্ষতায় আসল সুতা ও কাপড়ের যে খেদ দেখা যায় বাংলাদেশি ক্রেতাদের মনে, সেই জায়গায় তিনি ক্রেতাদের চাহিদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। ঐতিহ্যবাহী রিওয়েত লন কাপড়, মালহার কাপড়ের অসাধারণ সংগ্রহ রয়েছে তার কাছে। এছাড়াও গাদোয়ালের মনকাড়া নকশা তার সংগ্রহকে করেছে সমৃদ্ধ। যা কিনা ক্রেতার প্রয়োজন তো মেটাবেই; একসাথে রুচির তৃপ্তি এনে দিবে।

বাংলাদেশের টাঙ্গাইল ও জামদানি শাড়ির যে ঐতিহ্য ও পরম্পরা তা বিশ্বের দরবারে পৌঁছে দিতে প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আজমেরি। বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করে তার সমৃদ্ধির জন্যে তার পরিশ্রম ভূয়সী প্রশংসার দাবী রাখে। নিজেকে কর্মের বৈচিত্রতার পাশাপাশি তিনি যেমন করে নিজেকে অর্থনৈতিক শক্তির অধিকারী করার সুযোগ কাজে লাগাচ্ছেন; একই সাথে বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক অর্থ সংযোজনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

প্রখ্যাত বিজ্ঞানী এপিজে আব্দুল কালামের না ঘুমাতে দেওয়া স্বপ্নের মতো করে আজমেরি বর্ষাও খোলা চোখে স্বপ্ন দেখতে থাকেন। তিনি বিশ্বাস করেন এই খোয়াবগুলোই পূর্ণতা পায়। আজমেরী বর্ষা তাঁর আইন ও উদ্যোক্তা জীবনের মধ্য দিয়ে এক অদ্বিতীয় পথ চলছেন। তিনি শুধু আইনের পেশায় দক্ষতা অর্জন করেননি, বরং নারী উদ্যোক্তা হিসেবে তাঁর সৃজনশীলতা, পরিশ্রম এবং সাহসিকতার মাধ্যমে নিজের পরিচয় নতুন করে রচনা করেছেন। তাঁর এই যাত্রা কেবল একটি ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, এটি নারী সমাজের জন্য এক অনির্বচনীয় অনুপ্রেরণার উৎস, যাঁরা নিজেদের স্বপ্ন এবং লক্ষ্যকে সামনে রেখে সমাজে এক অনন্য অবস্থান প্রতিষ্ঠা করতে চান।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com