ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। ছবি : সংগৃহীত
সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচনের দাবি সৈয়দ ফয়জুল করীমের
যদি পিআর সিস্টেমে নির্বাচন হয়, তাহলে পেশিশক্তির ব্যবহার হবে না। টাকা দিয়ে ভোট কিনতে পারবে না। কোনো জুলুম, খুন, কেন্দ্র দখল চলবে না, মার্কায় ভোট দেবেন। যেই মার্কা যতো ভোট পাবে, সেই পার্সেন্টেজ অনুযায়ী সেই দলের প্রতিনিধি সংসদে থাকবে এবং প্রতিনিধিত্ব করবে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলা শাখার উদ্যোগে ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গণসমাবেশে প্রধান অতিথি ভাষণে তিনি এসব কথা বলেন।
ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয় উঠে আসে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বক্তব্যে।
ফয়জুল করীম বলেন, ‘আমরা ৫ আগস্টের পর কী দেখলাম, সেই চিহ্নিত গোষ্ঠী আবার দখলদারি ও চাঁদাবাজি শুরু করেছে। তারা হাট-ঘাট-রাস্তা দখল শুরু করে দিয়েছে। আমরা চাঁদাবাজদের আর দ্বিতীয়বার ক্ষমতায় দেখতে চাই না। আমরা চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই। যারা দোষী–অপরাধী, তারা কোনো অবস্থাতে নির্বাচন করতে পারবে না।’
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, ‘নেতার পরিবর্তন হয়েছে। কিন্তু নীতি আদর্শের পরিবর্তন হয়নি। শুধু নেতার পরিবর্তন হলে হবে না। নীতির পরিবর্তন হতে হবে। তাই আল্লাহকে যারা ভয় করে, যারা হারাম খাবে না, লুট করবে না, এমন মানুষকে যতদিন ক্ষমতায় না বসাবেন, ততদিন আন্দোলন সংগ্রাম করে রক্ত দিবেন কিন্তু শান্তি পাবেন না। পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনিলী আর গরীবকে গরীব বানায়। পক্ষান্তরে ইসলামী অর্থনীতি গরীবকে ধনী বানায়। তাই পুঁজিবাদী অর্থনীতি বন্ধ করতে হবে।’
ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলার সভাপতি মুহাম্মাদ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডালিম চৌধুরী এবং সদস্য মাওলানা আতাউল্লাহ মহসিনের যৌথ সঞ্চালনায় গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মনসুর আহমদ সাকি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক কে এম ইয়াসিন রাশেদ সানি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতি মুখতার হোসাইন সিদ্দিকী, সহসভাপতি মাওলানা মাকসুদুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আইমা পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহজাহান আল হাবিবী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার প্রচার সম্পাদক মাওলানা হেলাল আহমেদ প্রমুখ।