বরিশালে সব রুটে বাস চলাচল বন্ধ

বরিশালে সব রুটে বাস চলাচল বন্ধ
প্রকাশিত

বরিশাল ব্রজমোহন কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে বাস ভাড়া নিয়ে তর্কের পর শিক্ষার্থী এবং বাস শ্রমিকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য রূপাতলী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা দিয়েছে মালিক-শ্রমিক ঐক‍্য পরিষদ।

বুধবার সকাল ৬টা থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে সকালে নগরের রুপাতলী বাস টার্মিনাল থেকে পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি,  পিরোজপুর জেলার বিভিন্ন রুটসহ খুলনা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, বিভিন্ন সময় বাস ভাড়া নিয়ে সমস্যা হওয়াসহ নানান কারণে শ্রমিকদের মারধরসহ বাস ভাঙচুর করা হয়।  এরফলে শ্রমিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই তারা কাজে যোগ না দেয়ায় বরিশালের ১৫টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

এ বিষয়ে রুপাতলী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী জানান, শুধু রুপাতলী নয়, বরিশাল বিভাগের ৬ জেলায় বাস চলাচল বন্ধ রয়েছে। তবে কি কারণে বাস চলাচল বন্ধ রয়েছে এ বিষয়ে বিস্তারিত না জানিয়ে তিনি বলেন, মঙ্গলবার শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। কিন্তু গণমাধ্যম সে বিষয়টি তুলে না ধরে শ্রমিকদের বিপক্ষেই সংবাদ প্রচার করেছে। যে বিষয়টি কোনওভাবেই কাম্য নয়। 

তবে শ্রমিক ইউনিয়নের অন্য নেতারা জানিয়েছেন, শ্রমিকদের বিভিন্ন সময়েই লাঞ্চিতের অভিযোগ তুলে যান ও মালের নিরাপত্তা চেয়ে তারা আন্দোলনে নেমেছে। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শ্রমিকরা কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। অপরদিকে, বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পরেছে যাত্রীরা। তারা থ্রি-হুইলারসহ বিভিন্ন যানবাহনে করে গন্তব্যের উদ্দেশ্যে ঝুঁকি নিয়ে যাত্রা করছেন।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বিকেলে হাফ ভাড়া নিয়ে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীর সাথে বাস শ্রমিকদের সাথে বাকবিতান্ডা হয়। যার সূত্র ধরে শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে।

শিক্ষার্থীদের অভিযোগ- এক নারী শিক্ষার্থীকে লাঞ্চিত করেছে বাসের হেলপার ও চালক। এ বিষয়ে শিক্ষার্থীদের ১০ সদস্যের একটি টিম বরিশাল রূপাতলী বাস মালিক সমিতিতে গেলে সেখানে তাদের উপরে হামলা করা হয়। যার প্রেক্ষিতে তারা দোষীদের বিচার ও হামলাকারীদের বিরুদ্ধ ব্যবস্থা নেয়াসহ বেশ কিছু দাবি জানিয়ে রূপাতলী গোল চত্বরে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে।

এ বিষয়ে বাস শ্রমিকরা জানিয়েছেন, শিক্ষার্থীরা মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সড়ক অবরোধ করে তাওহীদ পরিবহনের একটি বাস ভাঞচুর করে এবং শ্রমিকদের ওপর হামলা চালায়। এতে এক শ্রমিক গুরুত্বর আহত হয় এবং কমবেশি কয়েকজন আহত হয়।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com