ছাত্র-জনতা হত্যা মামলায় সাবেক জাবি শিক্ষক গ্রেপ্তার

ছাত্র-জনতা হত্যা মামলায় সাবেক জাবি শিক্ষক গ্রেপ্তার
প্রকাশিত

সাভারে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলায় সাবেক শিক্ষক মাহমুদুর রহমান রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

শনিবার (২৪ আগস্ট) দুপুরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শুক্রবার রাতে সাভার পৌর এলাকার ব্যাংক টাউন মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মাহমুদুর রহমান রনি কিশোরগঞ্জ জেলার সদর থানার হারুয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের সাবেক পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা ঢাকা পোস্টকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাভার ব্যাংক টাউন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাহমুদুর দীর্ঘ দিন আত্মগোপনে ছিলেন। তাকে ছাত্র- জনতা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, মাহমুদুর রহমান জনির বিরুদ্ধে একাধিক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ার অভিযোগ ওঠে। ২০২২ সালে এক শিক্ষিকার সঙ্গে তার ছবি ভাইরাল হয়। অভিযোগ ওঠে জনির প্রভাবে নিয়োগ পেয়েছেন ওই শিক্ষিকা। শিক্ষক পদে আবেদনকারী ৪৩তম ব্যাচের এক ছাত্রীর সঙ্গে মাহমুদুর রহমান জনির কথিত কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা আসে বিষয়টি। এতে শোনা যায়, ভুক্তভোগীকে জোর করে গর্ভপাত করিয়েছিলেন মাহমুদুর রহমান জনি।

এসময় আরও জানা যায়, ছাত্রীকে যৌন নিপীড়নে অভিযুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনিকে বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com