ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা চালকের

ময়মনসিংহ নগরে একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় রফিকুল ইসলাম (৫০) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা চালকের

আমিনবাজার রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু।

প্রকাশিত

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নগরীর আমিনবাজার রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।


নিহত রফিকুল মুক্তাগাছা পৌরসভার সৈয়দপাড়া এলাকার বাসিন্দা।

জামালপুর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক রোকন উদ্দিন জানান, বেলা ১২ টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কম্পিউটার ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত ওই অটোরিকশা চালক নিহত হয়। রেলগেটটি অরক্ষিত থাকায় অটোরিকশাচালক অসাবধানতাবশত দ্রুত পারাপারের সময় ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com