ভারতীয় পণ্য মজুদ: যৌথ বাহিনীর অভিযানে ২ সমন্বয়ক গ্রেফতার

যৌথ বাহিনীর হাতে আটক দুই সমন্বয়ক

যৌথ বাহিনীর হাতে আটক দুই সমন্বয়ক

প্রকাশিত

ময়মনসিংহের ফুলপুরে দুই সমন্বয়ককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তাদের বিরুদ্ধে ভারতীয় চিনি ও জিরা মজুদের অভিযোগে রয়েছে। গ্রেপ্তারকৃত সমন্বয়করা হলেন জিল্লুর রহমান হৃদয় (২৮) ও মাসুদ রানা (২৬)।

বুধবার বিকালে পৌর শহরের আমুয়াকান্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মালসহ তাদের গ্রেপ্তার করা হয়।

ফুলপুর থানার ওসি সৈয়দ আব্দুল হাদি বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর মেজর ইব্রাহীমের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালায়।

এ সময় ভারতীয় পণ্য গুদামজাত করার বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, তাদের গ্রেপ্তারের সঙ্গে ১২০ বস্তা চিনি এবং ১৫ বস্তা জিরা জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় মাল চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে ফুলপুর থানায় একটি মামলা করা হয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com