পর্যটক ভ্রমণে নিষেধ্জ্ঞা; শনিবার থেকে ৯ মাস জন্য বন্ধ থাকবে সেন্ট মার্টিন

প্রতিবছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত ৬ মাস পর্যটকরা দ্বীপটিতে যাতায়াত করতে পারেন। এ বছর সেই সময় ২ মাস কমিয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে।
পর্যটক ভ্রমণে নিষেধ্জ্ঞা; শনিবার থেকে ৯ মাস জন্য বন্ধ থাকবে সেন্ট মার্টিন
প্রকাশিত

প্রকৃতির অপার সৌন্দর্যমন্ডিত লীলাভূমির সুরক্ষায় কক্সবাজারে প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াতে ৯ মাসের নিষেধাজ্ঞা শুরু হবে ১ ফেব্রুয়ারি শনিবার থেকে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আর মাত্র ২ দিন (৩১ জানুয়ারি পর্যন্ত) দ্বীপটিতে ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা।

প্রতিবছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত ৬ মাস পর্যটকরা দ্বীপটিতে যাতায়াত করতে পারেন। এ বছর সেই সময় ২ মাস কমিয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, এ বছর আগে থেকেই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে পর্যটক ভ্রমণের সময় কমানোর পাশাপাশি নানা বিধিনিষেধ জারি হয়েছে। প্রথমে নভেম্বরে পর্যটকদের সেন্ট মার্টিনে রাত্রিযাপন নিষিদ্ধ করা হয়। ডিসেম্বর ও জানুয়ারিতে সংখ্যা কমিয়ে দুই হাজার পর্যটকের যাওয়া এবং রাত্রিযাপনের সুযোগ রাখা হয়। ফেব্রুয়ারি থেকে ভ্রমণে পুরো নিষেধাজ্ঞা দেওয়া হলো। তারা অভিযোগ করে বলেন, ভ্রমণের সময় কমানোর কারণে ক্ষতির মুখে পড়বেন বলে দাবি পর্যটন ব্যবসায়ীদের।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com