
গাজীপুরের কাশিমপুরে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্ত্রী ও চার বছরের সন্তানকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। রবিবার (২৩ মার্চ) সকালে গাজীপুরের কাশিমপুর থানাধীন গোবিন্দবাড়ি দেওয়ানপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—মো. নাজমুল ইসলাম (২৯), তার স্ত্রী খাদিজা আক্তার (২২) এবং তাদের চার বছরের মেয়ে নাদিয়া আক্তার। নাজমুল ইসলাম টাঙ্গাইলের সখিপুর উপজেলার শুলাপ্রতিমা গ্রামের মো. আবুর ছেলে। পুলিশ জানায়, নাজমুলের কোনো পেশা ছিল না এবং তিনি নেশাগ্রস্ত ছিলেন।
গাজীপুর মহানগরীর গোবিন্দবাড়ি এলাকায় শ্বশুরবাড়িতেই স্ত্রী ও সন্তানকে নিয়ে বসবাস করতেন নাজমুল। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ও বিবাদ চলছিল তাদের মধ্যে। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে তারা ঘুমাতে যান। পরদিন সকাল সাড়ে ৬টার দিকে পরিবারের সদস্যরা তাদের ডাকতে গেলে কোনো সাড়া পাননি। পরে ঘরের পেছনের জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন নাজমুলের মরদেহ ঝুলে আছে। ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা খাদিজা ও নাদিয়ার নিথর দেহ বিছানায় পড়ে থাকতে দেখেন।
পুলিশের ধারণা, নাজমুল প্রথমে স্ত্রী ও সন্তানকে হত্যা করেন এবং পরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. ইফতেখার হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও প্রতিবেশীরা ঘটনায় স্তম্ভিত ও হতবাক।