
গাজীপুরে জুলাই মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন আলিফ ক্যাজুয়াল লিমিটেড নামের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মহানগরীর বাসন থানার কলম্বিয়া এলাকায় এ অবরোধ শুরু হয়।
শ্রমিকরা জানান, জুলাই মাসের বেতন এখনো বকেয়া রয়েছে। আগস্ট মাসের বেতনও তারা পাননি। সেপ্টেম্বর মাস এসে গেলেও পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। বাড়িভাড়া না দেয়ায় বাড়িওয়ালাদের চাপের মুখে পড়েছেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক বলেন, ‘তিন মাসের বকেয়া বেতনের দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। কিন্তু পুলিশ লাঠিচার্জ করলে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।’
গাজীপুর শিল্প পুলিশের (বাসন জোন) ইন্সপেক্টর ফারুকুল আলম জানান, সকাল ৮টা ৪৫ মিনিটে শিল্প পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। পরে শ্রমিকরা আলোচনার জন্য কারখানার ভেতরে যান।
এ বিষয়ে আলিফ ক্যাজুয়াল লিমিটেড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।
উল্লেখ্য, কারখানার জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ মাসের বেতন এখনো পরিশোধিত হয়নি। মালিকপক্ষ বেতন না দিয়ে গত ২৮ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে। পরবর্তীতে ৬ ও ৭ সেপ্টেম্বরও ছুটি বাড়ানো হয়।