
নোয়াখালীর হাতিয়া উপজেলায় চকলেটের লোভ দেখিয়ে ৪ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের মর্মান্তিক অভিযোগ উঠেছে। শিশুটি বর্তমানে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নিজাম উদ্দিনকে (৪০) আটক করেছে হাতিয়া থানা পুলিশ।
গত বৃহস্পতিবার হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের পূর্ব শূন্যচর গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার হরিণ মার্কেট এলাকা থেকে অভিযুক্ত নিজাম উদ্দিনকে আটক করা হয়।
ভুক্তভোগী শিশুর মা জানান, তিনি চট্টগ্রামের মিরসরাইয়ে থাকেন। ভোটার তালিকা হালনাগাদের কাজে কয়েক দিন আগে তিনি বাবার বাড়িতে আসেন। ঘটনার দিন বেলা ১১টায় এনজিওর কিস্তির অফিসার এলে প্রতিবেশী নিজাম উদ্দিন কিস্তি দিতে তাদের বাড়িতে আসেন। যাওয়ার সময় তিনি খাটের ওপর বসে থাকা শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে বাইরে নিয়ে যান। কিছুক্ষণ পর মেয়েকে খুঁজতে গিয়ে তিনি জানতে পারেন, নিজাম উদ্দিন শিশুটিকে বাড়ি থেকে অনেক দূরে নির্জন খোলা বিলের দিকে নিয়ে গেছে। সেখানে গিয়ে তিনি মেয়েকে ময়লা মাটি মাখা ও রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি দেখা দিলে তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে নোয়াখালী সদর হাসপাতালে রেফার করা হয়।
হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইউসুফ সোহাগ বলেন, শিশুটির প্রাথমিক চেকআপে যোনিপথে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী শিশুর মায়ের মৌখিক অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। শিশুটির লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। শিশুটির দ্রুত সুস্থতা ও ন্যায়বিচার কামনা করছেন এলাকাবাসী।