কাশিমপুর থেকে পালানো ফাঁসির আসামি কিশোরগঞ্জে গ্রেফতার

কাশিমপুর থেকে পালানো ফাঁসির আসামি কিশোরগঞ্জে গ্রেফতার

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহ আলম।

প্রকাশিত

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া ধর্ষণ ও হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহ আলমকে (২৬) কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে শহরের গাইটাল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।


শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে র‌্যাবের কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবির বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের দলটি কিশোরগঞ্জ শহরের গাইটাল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শাহ আলম কিশোরগঞ্জে তিন বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সাজাপ্রাপ্ত আসামি। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল নয়াপাড়া এলাকার মৃত ফালু মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, কোটাবিরোধী আন্দোলনের সময় কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যান মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহ আলম। তার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে কিশোরগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন বিচারক। পরে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com