সিআইডির গাড়ি ভাঙচুর, আসামি নিয়ে পালাল স্থানীয়রা

সিআইডির গাড়ি ভাঙচুর, আসামি নিয়ে পালাল স্থানীয়রা

প্রকাশিত

ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের হাত থেকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় একটি অপহরণ মামলায় গ্রেপ্তার করা আসামিকে গাড়িতে তোলার সময় ছিনিয়ে নিয়ে গেছে স্থানীয়রা।

এসময় সিআইডি ও পুলিশ সদস্যদের আহত করার পাশাপাশি গাড়ির গ্লাস ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

হরিপুর থানার পুলিশ পরিদর্শক শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন ।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে এসআই জামাল উদ্দিনের নেতৃত্বে সিআইডির পাঁচ সদস্যের একটি দল ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থানার নারী-শিশু অপহরণ মামলার আসামি সুমনকে পার্শ্ববর্তী হরিপুর উপজেলার বনগাঁও বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সুমনকে গাড়িতে তুলতে গেলে স্থানীয় লোকজন পুলিশের ওপর চড়াও হয় ও সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয়। স্থানীয় জনতা তাদের অবরুদ্ধ করে রাখে।

রাত ৯টার দিকে ১১ সদস্যের একটি পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১৫০-২০০ জনের একটি দল পুলিশের অভিযান ঠেকাতে সংঘবদ্ধ হয়। উত্তেজিত জনতা মাইক্রোবাসের চালককে মারধর করে এবং গাড়ির সামনের কাচ ভেঙে ফেলে। পরে তারা আসামি সুমনকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যায়।

এ ব্যাপারে হরিপুর থানার পুলিশ পরিদর্শক শরীফুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। আসামিকে পুনরায় গ্রেপ্তার এবং হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com