সচিবালয়ে আগুন তদন্তে আরও ২টি কমিটি গঠন

এ নিয়ে সচিবালয়ে অগ্নিকান্ডের ঘটনায় মোট ৩টি কমিটি গঠনের কথা জানা গেছে।
সচিবালয়ে আগুন তদন্তে আরও ২টি কমিটি গঠন

ছবি সংগৃহিত

প্রকাশিত

সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য আরও দুটি কমিটি গঠন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বৃহস্পতিবার ওই মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আলাদা আলাদা আদেশ জারি করা হয়। গঠিত কমিটি দুটি অবিলম্বে কার্যক্রম শুরু করবে এবং সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ বরাবর প্রতিবেদন দাখিল করবে। এ নিয়ে সচিবালয়ে অগ্নিকান্ডের ঘটনায় মোট ৩টি কমিটি গঠনের কথা জানা গেছে।

অতিরিক্ত সচিব (প্রশাসন-২) মোহাম্মদ শফিউল আরিফকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয়টির উপসচিব রহিমা আক্তার স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, উক্ত কমিটি সচিবালয়ের ৭ নম্বর ভবনে অবস্থিত পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষয়ক্ষতি নির্ধারণ ও অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনের লক্ষ্যে কাজ করবে। সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন যুগ্ম সচিব (আইন ও প্রতিষ্ঠান) জাহিদুল ইসলাম, যুগ্ম সচিব (প্রশাসন ও বাজেট) আ স ম হাসান আল আমিন, যুগ্ম সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) সুব্রত কুমার সিকদার, উপসচিব (প্রশাসন অধিশাখা-২) ড. অশোক কুমার বিশ্বাস, সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মো. মোনায়েম উদ্দিন চৌধুরী। এ ছাড়া সদস্যসচিব করা হয়েছে উপসচিব রহিমা আক্তারকে (প্রশাসন)।

অপর কমিটিতে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবকে (প্রশাসন) আহ্বায়ক করা হয়েছে। এই কমিটিতে সদস্যরা হলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (পানি সরবরাহ), স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (নগর উন্নয়ন), স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (পরিকল্পনা-২ অধিশাখা), স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (উন্নয়ন অধিশাখা), স্থানীয় সরকার বিভাগের উপসচিব (প্রশাসন-১)। এছাড়া সদস্যসচিব করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিবকে (প্রশাসন অধিশাখা)।

প্রথম কমিটির কার্যপরিধিতে রয়েছে অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটন, ক্ষয়ক্ষতি নির্ধারণ এবং বিবিধ। কমিটি প্রয়োজনে আরও সদস্য কো-অপ্ট করতে পারবে।

উপসচিব (প্রশাসন-১) মো. আকবর হোসেন স্বাক্ষরিত পরের কমিটির কার্যপরিধিতে রয়েছে, বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬ষ্ঠ ও ৭ম তলায় হঠাৎ আগুন লাগার সম্ভাব্য কারণ নিরূপণ এবং স্থানীয় সরকার বিভাগের শাখা/অধিশাখা/অনুবিভাগে আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণ। প্রয়োজনে এই কমিটিও সদস্য কো-অপ্ট করতে পারবে।

এর আগে দুপুরে মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ( জেলা ও মাঠ প্রশাসন) মোহাম্মদ খালেদ রহীমকে প্রধান করে একটি তদন্ত কমিটির ঘোষণা দেয় সরকার। কমিটিতে জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি ( যুগ্ম সচিব পদ মর্যাদার নিচে নয়), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিনিধি ( যুগ্ম সচিব পদ মর্যাদার নিচে নয়), স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি (( যুগ্ম সচিব পদ মর্যাদার নিচে নয়), ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও ডিফেন্স অধিদপ্তরের প্রতিনিধি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের প্রতিনিধি ( যুগ্ম সচিব পদ মর্যাদার নিচে নয়) রাখা হয়েছে।

সিনিয়র সহকারী সচিব মো. ইমরান হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উচ্চ ক্ষমতাসম্পন্ন ওই কমিটি গঠনের কথা জানানো হয়।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com