ফুটবলের ভেতর মিললো হেরোইন

ফুটবলের ভেতর মিললো হেরোইন

ফুটবলের ভেতরে রাখা ছিল ২ কেজি ১০০ গ্রাম হেরোইন। ছবি: র‌্যাবের সৌজন্যে

প্রকাশিত

রাজশাহীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় ফুটবলের ভেতরে রাখা ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার স্বরমোংলা গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এই মাদক উদ্ধার করেন র‌্যাব ৫- এর সদস্যরা।

র‍্যাবের ভাষ্য, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল স্বরমোংলা গ্রামে অভিযান চালায়। এ সময় মাদক কারবারীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের হেফাজতে থাকা ১টি ফুটবল ফেলে দৌড়ে পালিয়ে যান। র‌্যাব সদস্যরা ওই ফুটবল উদ্ধার করে তা কেটে ভেতর থেকে ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেন।

র‌্যাব ৫- এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবীর জানিয়েছেন, এ ঘটনায় মাদক কারবারিদের গ্রেফতার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত হেরোইন  গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com